সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Nokia XL এর Hands on Review

নকিয়া এনেছে একসাথে তিন মডেলের এন্ড্রয়েড। Nokia X, Nokia X+ এবং  Nokia XL
এই তিনটার মধ্যে তুলনামুলক ভাবে ভাল ফিচার ও দাম হল Nokia XL এর।
প্রথম বারের মত নির্ধারন করা হয়েছে ১২,৯০০ টাকা।


Nokia মুলত এই ফোন গুলোকে সম্পুর্ন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড করে তৈরী করে নি। Android 4.1.2 jelly bean অপারেটিং সিস্টেমের ওপেনসোর্স ভার্সন টি ব্যবহার করেছে। Nokia এই ভার্সন টির কাস্টমাইজড ভার্সন ব্যবহার করেছে Nokia XL এ। তারা এর নাম দিয়েছে Nokia X software platform 1.0 এন্ড্রয়েড ৪.১.২ জেলীবিন এর ওপেনসোর্স ভার্সন টিকে যথেষ্ট কাস্টমাইজ করে এখানে Windows phone ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। তাই Nokia XL কে প্রাথমিক ভাবে Windows phone এর ইন্টারফেস এ দেখা যায়। ইউজার ইন্টারফেস Windows phone এর মত হলেও এটি আসলে Android operating system চালিত। এখানে GO Launcher অ্যাপ টি ব্যবহার করে একে Windows phone ইউজার ইন্টারফেস এর বদলে/পাশাপাশি Android এর ইউজার ইন্টারফেস পাওয়া যাবে।
আমি ব্যাক্তিগত ভাবে Android operating system এর সাথে খুব বেশি পরিচিত নই। তাই এটি সকল এন্ড্রয়েড ফিচার সাপোর্ট করে কিনা তা বলতে পারছি না। তবে Nokia এন্ড্রয়েড সিস্টেম নিয়ে আরও অগ্রসর হবার চেষ্টায় তাদের নিজস্ব Nokia store কে উন্নত করার প্রয়াসে Google play store এর সাপোর্ট এই ফোনে বন্ধ করে রেখেছে। Nokia XL এ Google play store সাপোর্ট করে না। তবে Google play store থেকে ডাউনলোড করা অ্যাপ অন্য কোথাও থেকে সংগ্রহ করে ইন্সটল করা যায় এবং অ্যাপ গুলো বেশ ভালভাবেই কাজ করে।
Nokia এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম কে অনেক বেশী কাষ্টমাইজ করায় অপারেটিং সিস্টেম নিয়েই অনেক কথা বলতে হল, এবার আসুন ফিচার এ।

১. Android 4.1.2 (Jelly Bean) open source– Heavily customized to Nokia Platform 1.0
২. Windows Phone এবং Android উভয় ইউজার ইন্টারফেস
৩. 4GB internal memory – External supported 32GB
৪. 768 mb RAM
৫. Dual Core 1GHz Processor
৬. পাচ ইঞ্চির বিশাল স্ক্রিন। ওয়েব ব্রাউজিং আরে PDF / ইবুক পড়ার জন্য ভাল একটা স্ক্রিন। এই ফোনের সবচেয়ে আকর্ষনীয় ফিচার।
৭. 5MP rear Camera with LED Flash (2592p x 1944p) + 2MP front Camera (1600p x 1200p). এই দামে নকিয়ার আর কোন ফ্লাশ সহ ফোন নেই।
৮. Dual sim (sim 1=3G & sim 2=2G)
৯. 3G video call supported by sim 1
১০. Video quality FWVGA of (864p x 480p) with 30 fps
১১. Bluetooth, Wi-fi & HTML support.

এবার দেখুন অন্যান্য এন্ড্রয়েড ফোন থেকে এর ত্রুটি বা পরিবর্তন টা কোথায় কোথায়।
১. প্রথমেই হচ্ছে এটাতে Google play store সাপোর্ট করবে না। তবে Google play store থেকে ডাউনলোড     করা অ্যাপ চলবে।
২. ভিডিও HD নয়। ৭২০পিক্সেলের ভিডিও হবে না। হবে 864p x 480p এর ভিডিও। তবে HD video Playback সাপোর্ট করে।
৩. Micro Sim support. আপনার সিম কার্ড টি বড় হলে তা কাটতে হবে।
আমার কাছে এখন পর্যন্ত আর কোন সমস্যা চোখে পড়েনি। তবে আগেই বলেছি আমি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অভিজ্ঞ না। তাই আরো কিছু পশ্চাতপদতা থাকতে পারে মূল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে।
আমি Web Browsing আর E-book Reading এর কাজ খুব ভাল ভাবেই করছি। আর আমার মুল উদ্দেশ্য এই দুটি ভালভাবেই সার্থক হয়েছে বলতে পারি। তবে আপনার প্রধান উদ্দেশ্য যদি হয় গেমিং বা অন্য বিশেষ কিছু তবে কতটুকু সার্থক হবেন তা বলতে পারছি না।

সবাইকে ধন্যবাদ।

মন্তব্যসমূহ

  1. I will immediately seize your rss feed as I can not in finding your e-mail subscription hyperlink or e-newsletter service.
    Do you have any? Kindly allow me realize in order that I could subscribe.
    Thanks.

    My web page :: free sex chat rooms

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই ধরনের সাইট লিঙ্ক দেওয়া থেকে বিরত থাকুন ।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Create Bootable USB Pen Drive for Windows 7/8/8.1 or 10 In Bangla I hope you will like this video. Please hit the like button, leave a comment below and share this video with your friends so that they can also learn how to create bootable USB pen drive. Subscribe to My Channel: https://www.youtube.com/channel/UCX0mi5jl_Ro0yO1Z1gzKd2Q Follow Me On: Facebook: https://www.facebook.com/manoshfx Google plus: https://plus.google.com/u/1/111805421577699473348 Twitter: https://twitter.com/manoshfx Instagram: https://www.instagram.com/manosh_mallick Whatsapp App: +8801911202067

Windows 7 & 8 এ নিন Windows 9 এর স্বাদ !!!

আজ আমি আপনারদেরকে এমন একটা সফটওয়্যার / স্কিন প্যাক এর সাথে পরিচয় করিয়ে দিব, যা আপনাদের সবারই খুব ভাল লাগবে আমি আশা করি । আমরা জানি  Windows 9 আসতে এখনো অনেক বাকি । তাই বলে কি আমরা তার স্বাদ আগে থাকেই পেতেপারি না ? যারা  Windows 7 & 8 ব্যবহার করতে করতে ক্লান্ত তাদের অবশই ভাল লাগবে । এই সফটওয়্যার টিতে Windows 9 এর সব ফিসারই পাবেন । তাহলে এর দেরি কেন, ডাউনলোড করুন আর মজা নিন !!! Windows 9 Skin Pack Here is Windows 9 , hope you like this concept and enjoy it, have fun!  Transform  Windows 8 and 7  to Windows 9 Win8:   Download Win7:  Download যারা ডাউনলোড করতে পারছেন না, তারা নিচের ছবি টি দেখুন । ধন্যবাদ ! 

Suchitra Sen Biography "Bengali Actress"

Suchitra Sen is one of the most beautiful actress in Bengali Cinema. She was born at Pabna, Bangladesh in April 6, 1931 . Her birth name was Rama Dasgupta , which became Suchitra Sen after her marriage. Uttam Kumar and Suchitra Sen pair is thought to be the best pair in Bangla cinema ever. Uttam Kumar, the Mahanayak [Great Hero] died in 1980. Suchitra Sen is still among us, but she does not prefer to come in front of media. Recently, she was ill seriously and was taken to hospital. She died on Friday, January 17th, 2014.   Her childhood was very simple at Pabna. Her father, Karunamoy Dasgupta was a school teacher of a local school. Her mother Indira Devi was a housewife. She married Dibanath Sen , son of one of the leading industrialists of that time Adinath Sen in 1947. After marriage, she came into cinema in 1952 with the film “Shesh Kothay” . But the film was not released. She acted in her second film and first released film “Sharey Chuattar” . This time Uttam...