সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Nokia XL এর Hands on Review

নকিয়া এনেছে একসাথে তিন মডেলের এন্ড্রয়েড। Nokia X, Nokia X+ এবং  Nokia XL
এই তিনটার মধ্যে তুলনামুলক ভাবে ভাল ফিচার ও দাম হল Nokia XL এর।
প্রথম বারের মত নির্ধারন করা হয়েছে ১২,৯০০ টাকা।


Nokia মুলত এই ফোন গুলোকে সম্পুর্ন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড করে তৈরী করে নি। Android 4.1.2 jelly bean অপারেটিং সিস্টেমের ওপেনসোর্স ভার্সন টি ব্যবহার করেছে। Nokia এই ভার্সন টির কাস্টমাইজড ভার্সন ব্যবহার করেছে Nokia XL এ। তারা এর নাম দিয়েছে Nokia X software platform 1.0 এন্ড্রয়েড ৪.১.২ জেলীবিন এর ওপেনসোর্স ভার্সন টিকে যথেষ্ট কাস্টমাইজ করে এখানে Windows phone ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। তাই Nokia XL কে প্রাথমিক ভাবে Windows phone এর ইন্টারফেস এ দেখা যায়। ইউজার ইন্টারফেস Windows phone এর মত হলেও এটি আসলে Android operating system চালিত। এখানে GO Launcher অ্যাপ টি ব্যবহার করে একে Windows phone ইউজার ইন্টারফেস এর বদলে/পাশাপাশি Android এর ইউজার ইন্টারফেস পাওয়া যাবে।
আমি ব্যাক্তিগত ভাবে Android operating system এর সাথে খুব বেশি পরিচিত নই। তাই এটি সকল এন্ড্রয়েড ফিচার সাপোর্ট করে কিনা তা বলতে পারছি না। তবে Nokia এন্ড্রয়েড সিস্টেম নিয়ে আরও অগ্রসর হবার চেষ্টায় তাদের নিজস্ব Nokia store কে উন্নত করার প্রয়াসে Google play store এর সাপোর্ট এই ফোনে বন্ধ করে রেখেছে। Nokia XL এ Google play store সাপোর্ট করে না। তবে Google play store থেকে ডাউনলোড করা অ্যাপ অন্য কোথাও থেকে সংগ্রহ করে ইন্সটল করা যায় এবং অ্যাপ গুলো বেশ ভালভাবেই কাজ করে।
Nokia এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম কে অনেক বেশী কাষ্টমাইজ করায় অপারেটিং সিস্টেম নিয়েই অনেক কথা বলতে হল, এবার আসুন ফিচার এ।

১. Android 4.1.2 (Jelly Bean) open source– Heavily customized to Nokia Platform 1.0
২. Windows Phone এবং Android উভয় ইউজার ইন্টারফেস
৩. 4GB internal memory – External supported 32GB
৪. 768 mb RAM
৫. Dual Core 1GHz Processor
৬. পাচ ইঞ্চির বিশাল স্ক্রিন। ওয়েব ব্রাউজিং আরে PDF / ইবুক পড়ার জন্য ভাল একটা স্ক্রিন। এই ফোনের সবচেয়ে আকর্ষনীয় ফিচার।
৭. 5MP rear Camera with LED Flash (2592p x 1944p) + 2MP front Camera (1600p x 1200p). এই দামে নকিয়ার আর কোন ফ্লাশ সহ ফোন নেই।
৮. Dual sim (sim 1=3G & sim 2=2G)
৯. 3G video call supported by sim 1
১০. Video quality FWVGA of (864p x 480p) with 30 fps
১১. Bluetooth, Wi-fi & HTML support.

এবার দেখুন অন্যান্য এন্ড্রয়েড ফোন থেকে এর ত্রুটি বা পরিবর্তন টা কোথায় কোথায়।
১. প্রথমেই হচ্ছে এটাতে Google play store সাপোর্ট করবে না। তবে Google play store থেকে ডাউনলোড     করা অ্যাপ চলবে।
২. ভিডিও HD নয়। ৭২০পিক্সেলের ভিডিও হবে না। হবে 864p x 480p এর ভিডিও। তবে HD video Playback সাপোর্ট করে।
৩. Micro Sim support. আপনার সিম কার্ড টি বড় হলে তা কাটতে হবে।
আমার কাছে এখন পর্যন্ত আর কোন সমস্যা চোখে পড়েনি। তবে আগেই বলেছি আমি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অভিজ্ঞ না। তাই আরো কিছু পশ্চাতপদতা থাকতে পারে মূল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে।
আমি Web Browsing আর E-book Reading এর কাজ খুব ভাল ভাবেই করছি। আর আমার মুল উদ্দেশ্য এই দুটি ভালভাবেই সার্থক হয়েছে বলতে পারি। তবে আপনার প্রধান উদ্দেশ্য যদি হয় গেমিং বা অন্য বিশেষ কিছু তবে কতটুকু সার্থক হবেন তা বলতে পারছি না।

সবাইকে ধন্যবাদ।

মন্তব্যসমূহ

  1. I will immediately seize your rss feed as I can not in finding your e-mail subscription hyperlink or e-newsletter service.
    Do you have any? Kindly allow me realize in order that I could subscribe.
    Thanks.

    My web page :: free sex chat rooms

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই ধরনের সাইট লিঙ্ক দেওয়া থেকে বিরত থাকুন ।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Kazi Nurul Islam - Biography

 Kazi Nurul Islam - Biography Kazi Nazrul Islam ( Bengali : কাজী নজরুল ইসলাম Kazī Nazrul Islām (24 May 1899 – 29 August 1976), sobriquet Bidrohi Kobi (Rebel Poet) , known popularly as Nazrul , was a Bengali poet, musician and revolutionary who pioneered poetic works espousing intense spiritual rebellion against fascism and oppression. His poetry and nationalist activism earned him the popular title of "বিদ্রোহী কবি" Bidrohī Kobi (Rebel Poet) . Accomplishing a large body of acclaimed works through his life, Nazrul is officially recognised as the national poet of Bangladesh and highly commemorated in India. He also composed the Bangladesh military march "The Song of Youth", now known as "Chal Chal Chal". Born into a Bengali Muslim Quazi (Kazi) family, Nazrul received religious education and worked as a muezzin at a local mosque . He learned of poetry, drama, and literature while working with theatrical groups. After serving in the British I

Dual Battery Android Widget

Dual Battery Widget IMPORTANT! With this version we have switched the default order of the icons in the widget (you can change it back in the widget settings). The dock battery will now be the on the left, and the main battery on the right side, to reflect the changes in the new Asus updates! IMPORTANT! It is possible that the widget will not immediately appear in the widget list after installation. To refresh the widget list, you should either restart your device (long press the power button and shut down, the start again), or restart the launcher app (Settings -> Applications -> Manage applications -> All -> Launcher -> Force stop). Do this after installing the widget, then go to your home screen, tap the “+” in the top right corner of your screen, go to the widgets tab, and scroll to the right. You will find the widget there. This is a Battery Widget that displays the status for the internal battery, and the secondary battery in your dock station.
Create Bootable USB Pen Drive for Windows 7/8/8.1 or 10 In Bangla I hope you will like this video. Please hit the like button, leave a comment below and share this video with your friends so that they can also learn how to create bootable USB pen drive. Subscribe to My Channel: https://www.youtube.com/channel/UCX0mi5jl_Ro0yO1Z1gzKd2Q Follow Me On: Facebook: https://www.facebook.com/manoshfx Google plus: https://plus.google.com/u/1/111805421577699473348 Twitter: https://twitter.com/manoshfx Instagram: https://www.instagram.com/manosh_mallick Whatsapp App: +8801911202067