সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এস.এস.সি-তে ‘জিপিএ-৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টেলিটকের বিশেষ ‘আগামী’ সিম ।


আমরা সকলেই জানি আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত ২ বছর ধরে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশষ নম্বর সংবলিত সিম দিয়ে আসছে ।
এরই ধারাবাহিকতায় এবারেও তারা সিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু এই সিম নেওয়ার পদ্ধতি আগের তুলনায় অনেক কঠিন করেছে যা অনেকের জন্য খুবই ঝামেলার । 
তাই, কিভাবে এই সিম তুলতে হবে তার বিস্তারিত নিয়েই আমার আজকের এই পোস্ট ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

জেনে নেই কি কি সুবিধা এই সিমের

১. দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে ভয়েস ও ভিডিও কল মাত্র ২৫ পয়সা/মিনিট ।
২. অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত ২৪ ঘন্টা ।
৩. ২৫/এস.এম.এস. যেকোন টেলিটক নাম্বারে ।
৪. ১ জিবি ডাটা ১০০ টাকায় (২জি) ! মেয়াদ ৩০ দিন ।
৫. ১ জিবি ডাটা ১৫০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন ।
৬. ২০ এমবি ডাটা ৫ টাকায় (২জি) ! মেয়াদ ১দিন ।
৭. ২০ এমবি ডাটা ৬ টাকায় (৩জি) ! মেয়াদ ১দিন ।
৮. প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ মেগা ডাটা ও ২৫ টি ফ্রী এস.এম.এস. একদম ফ্রী !
৯. স্পেশাল সিরিজের নাম্বার !

সিম পেতে আপনাকে যা যা করতে হবে

১. প্রথমে যেকোন টেলিটক সিম থেকে GPA5 Board Roll Passing year Mobile no লিখে 16222 এ SMS করতে হবে ।
[ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর ,Passing Year 2014 , মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন । ]
উদাহরণ – GPA5 Dhaka 123456 2014 01************

 
 









































২. ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি রেজিস্টেশন কোড নাম্বার পাবেন ।
৩. এরপর অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য এই Site ভিজিট করে সকল তথ্য অবশ্যই পূরন করতে হবে ।


৪. সকল তথ্য দিয়ে তারপর সাবমিট এ ক্লিক করতে হবে । সাবমিট এ ক্লিক করার পর নিচের মতো একটি পেইজ আসবে । এখানে আপনি আপনার বাবা অথবা মা এর নামে সিমটি রেজিস্ট্রেশন এর জন্য সকল তথ্য দিয়ে পূরণ করবেন ।


  

 ৫. সকল তথ্য পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন । এখানে ফরম পুরন করার সময় আপনি কোথা থেকে সিম উত্তলোন করতে চান তা নির্বাচন করবেন । আপনার জেলায় টেলিটকের কাস্টমার কেয়ার না থাকলে পাশের জেলায় বা আপনার যেখানে সুবিধা হয় ওই কস্টমার কেয়ার এর নাম সিলেক্ট করুন । Identifier এ আপনার পরিচিত কারো নাম , ভোটার আইডি কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট এ ক্লিক করুন । তথ্য ঠিক থাকলে আপনি একটি পেজ পাবেন ।
৬.এই পেইজে আপনি প্রথমে আপনার সব তথ্য চেক করে নিশিত হবেন এবং Confirm এ ক্লিক করবেন । তারপর আপনি প্রিন্ট বা সেভ করার অপশন পাবেন ।
পেজটি এরকম -
৭. তারপর আপনি অবশ্যই ফর্মটি প্রিন্ট করে নিবেন ।
আপাততো আপনার কাজ শেষ ।
সিমের জন্য এই রেজিস্ট্রেশন চলবে ২০/০/২০১৪ পর্যন্ত । তারপর আপনি সিম তোল্বেন । টেলিটক থেকে জানিয়ে দেয়া হবে কোনদিন থেকে সিম দেয়া শুরু হবে ।

সিম সংগ্রহ করবেন যেভাবে -

১. আপনি পূরণ করার সময় সিম তোলার জন্যে যে কাস্টমার কেয়ার সিলেক্ট করেছিলেন শুধুমাত্র সেই কাস্টমার কেয়ার থেকেই সিমটি সংগ্রহ করতে পারবেন ।
২. সিম সংগ্রহ করার তারিখ দেয়ার পর আপনি যে অভিভাবকের নামে রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং অবশ্যই যে ফরমটি প্রিন্ট করেছিলেন তা জমা দিতে হবে ।
* এভাবে আপনি আপনার সিমটি সংগ্রহ করতে পারবেন ।

BD Help IT -র সাথে থাকার জন্য ধন্যবাদ । সবাই  ভালো থাকবেন ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Create Bootable USB Pen Drive for Windows 7/8/8.1 or 10 In Bangla I hope you will like this video. Please hit the like button, leave a comment below and share this video with your friends so that they can also learn how to create bootable USB pen drive. Subscribe to My Channel: https://www.youtube.com/channel/UCX0mi5jl_Ro0yO1Z1gzKd2Q Follow Me On: Facebook: https://www.facebook.com/manoshfx Google plus: https://plus.google.com/u/1/111805421577699473348 Twitter: https://twitter.com/manoshfx Instagram: https://www.instagram.com/manosh_mallick Whatsapp App: +8801911202067

Windows 7 & 8 এ নিন Windows 9 এর স্বাদ !!!

আজ আমি আপনারদেরকে এমন একটা সফটওয়্যার / স্কিন প্যাক এর সাথে পরিচয় করিয়ে দিব, যা আপনাদের সবারই খুব ভাল লাগবে আমি আশা করি । আমরা জানি  Windows 9 আসতে এখনো অনেক বাকি । তাই বলে কি আমরা তার স্বাদ আগে থাকেই পেতেপারি না ? যারা  Windows 7 & 8 ব্যবহার করতে করতে ক্লান্ত তাদের অবশই ভাল লাগবে । এই সফটওয়্যার টিতে Windows 9 এর সব ফিসারই পাবেন । তাহলে এর দেরি কেন, ডাউনলোড করুন আর মজা নিন !!! Windows 9 Skin Pack Here is Windows 9 , hope you like this concept and enjoy it, have fun!  Transform  Windows 8 and 7  to Windows 9 Win8:   Download Win7:  Download যারা ডাউনলোড করতে পারছেন না, তারা নিচের ছবি টি দেখুন । ধন্যবাদ ! 

এখনি Internet Download Manager 6.20 Build 5 full version with Crack+Patch+Serial key একের মধ্যে সব ।

  Description: Internet Download Manager is most famous software in all over the world. It's very useful and most popular in the world. The number 1 Download manager in the world. Before some days ago, Internet Download Manager 6.20 Build 5 retail version has been released. But it's not available on the web. I collect it for my viewers specially. What's new in v6.20 Build 5 Retail? (Released: Jun 18, 2014) Fixed an erroneous interception of attendant content in Google Docs and other site. Fixed a critical bug, When saving and resuming several types of videos, which is Download from different hosting/sharing site. Fixed a bug in the recognition of several types of videos (Download) in Google Chrome. How to Get full Version? Frist Download Internet Download Manager 6.20 Build 5 from below or their official website. Then Setup it on your computer, no need to remove the previous version. Extract it on your computer. Install " idman620build5f.exe ...