১. এযাবতকালের সবচেয়ে ব্যবহুল বিশ্বকাপ হচ্ছে এবারের ব্রাজিল বিশ্বকাপ।
১৪ বিলিয়নের অধিক ডলার খরচ হচ্ছে এ বিশ্বকাপ আয়োজনে।
১৪ বিলিয়নের অধিক ডলার খরচ হচ্ছে এ বিশ্বকাপ আয়োজনে।
২. এই বিশ্বকাপ আয়োজনে ফিফার ব্যয় ২ বিলিয়ন ডলার এবং তাদের আশা ৪ বিলিয়ন ডলার তারা
মুনাফা করতে পারবে এবারের বিশ্বকাপ থেকে।
৩. বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ভেন্যু ব্যবহৃত হচ্ছে এবার। মোট ১২ টি শহরে অনুষ্ঠিত হবে
খেলাগুলো।
৪. বিশ্বকাপের ৮৪ বছরের ইতিহাসে শুধু মাত্র ৮ টি দলই শিরোপা জিততে পেরেছে।
৫. এই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলু নিজ হোটেলে কিছু বিশেষ সুবিধা নিচ্ছে তাদের প্রয়োজন
অনুযায়ী। যেমন- জাপান (তাদের প্রতিটা রুমে জাকুজি), ফ্রান্স
(বার সাবানের বদলে তাদের চাওয়া
লিকুইড সাবান), উরুগুয়ে (সাইলেন্ট
এয়ারকন্ডিশনইন) আলজেরিয়া (প্রতিটা রুমে পবিত্র কুরআন)।
৬. এবার পুরস্কার বিতরণ মঞ্চে দেখা জেতে পারে একজন ব্রাজিলিয়ান মডেলকে।
৭. বিশ্বকাপের শিরোপাজয়ী দল পাবে ৩৫ মিলিয়ন ডলার এবং রানার্সআপ দল পাবে ২৫ মিলিয়ন
ডলার। গ্রুপ পর্ব থেকে বাদ পরা দলগুলুও পাচ্ছে ৮ মিলিয়ন ডলার
করে!!!! মোট পুরস্কার ৫৭৬
মিলিয়ন ডলার।
৮. এই বিশ্বকাপে প্রথমবারের মত ব্যবহৃত হচ্ছে গোল লাইন প্রযুক্তি। এজন্য গোলবার লক্ষ্য করে ১৪ টি
ক্যামেরা
বসানো হয়েছে। গোল নিশ্চিত হলে রেফারির হাতে থাকা ঘড়িতে কম্পন হবে এবং
একটিই
শব্দ দেখাবে গোল!
৯. ফ্রি কিক স্পট নির্ধারণের জন্য এবার রেফারিরা ব্যবহার করবেন বিশেষ ধরণের স্প্রে যা কিছুক্ষণ পর
আপনাআপনি মিলিয়ে যাবে।
১০. আগের ১৯ আসরের মধ্যে আয়োজক দেশ শিরোপা জিতেছে ৬ বার। তবে ব্রাজিলের জন্য অসস্থির
ব্যপার সর্বশেষ ১৯৫০ সালে নিজ দেশে তারা শিরোপার কাছে গিয়েও
শিরোপা ছুঁতে পারেনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন