ফরেক্স ট্রেডিং
এখন দেখবো কিসের উপর ভিত্তি করে ট্রেডিং সিদ্ধান্ত নিতে হয়। সিধান্ত হয় মূলতঃ দু'টি জিনিসের উপর ভিত্তি করেঃ ১. ফান্ডামেন্টাল এনালিসিস, ২. টেকনিক্যাল এনালিসিস
কোনটা ভালোঃ
এই প্রশ্নটা অনেকটা ডিম আগে না মুরগী আগে?-এর মতন। অর্থাৎ এব্যাপারে নানা মুনির নানা মত। তবে একটি ব্যাপারে সবাই একমত যে কারেন্সি ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল এনালিসিস ও টেকনিক্যাল এনালিসিস দুটোই কিছু কিছু জানতে হবে।
ফান্ডামেন্টাল এনালিসিসঃ
এটি মূলতঃ কোন দেশের ইকোনমির (এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি) সাথে সম্পর্কযুক্ত। যদি কোন দেশের ইকনমির শনৈ শনৈ উন্নতি করে, রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয় তবে সেদেশের মূদ্রাও খুব সম্ভবতঃ বেশী আকর্ষণীয় হবে, সে দেশের উপর অন্য দেশের আস্থা বৃদ্ধি পাবে অর্থাৎ সেদেশের মূদ্রার দাম বৃদ্ধি পাবে।
উদাঃ সম্প্রতি অষ্ট্রেলিয়ান ডলারের দাম বেড়েছে কারণ অন্যান্য দেশের তূলনায় অষ্ট্রেলিয়ার ইকনমি ভালো করছে। ইকনমি ভালো হতে থাকলে, ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট ও বাড়ে (মূল্যস্ফিতি মোকাবেলা করার জন্য)। একচুয়ালি সম্প্রতি অষ্ট্রেলিয়া তাদের জমার উপর ব্যাঙ্ক ইন্টারেষ্ট রেট ও বাড়িয়েছে যার ফলে অষ্ট্রেলিয়ান ডলারের দাম আরো বৃদ্ধি পেয়েছে (কারণ অনেকেই ইউএস ডলার বেচে অষ্ট্রেলিয়ান ডলার কিনে ব্যাঙ্কে রাখতে চাইবে ৪.৫% লাভ পাওয়ার জন্য। ইউ এস ডলার ব্যাঙ্কে রাখলে এখন ০.২৫% লাভ পাওয়া যায়) । এথেকে ফাণ্ডামেণ্টাল এনালিসিস সম্পর্কে ধারণা পাওয়া গেল।
টেকনিক্যাল এনালিসিসঃ
টেকনিক্যাল এন্যালিসিস মানে হলো চার্ট. আপনি আগে প্রাইস কিভাবে মুভ করেছে সেটা দেখে ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করবেন। চার্টে কি কি দেখবেন?
সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ হলো ট্রেন্ড বের করা। এটি সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত। নতুন ট্রেডার রা লস করে কারণ তারা ট্রেণ্ডের বিপক্ষে খেলে (ট্রেড করে)। এটি কখনো করা যাবেনা। ফুলস্টপ। এটা নিয়ে আর কোনো কথা নয়, কোনো বিতর্ক নয়। পরিসংখ্যান বলে, ৯০% ট্রেডার লস করে, ৫% লাভ ও করেনা, লস ও করেনা, সমান সমান থাকে। আর ৫% লাভ করে। আমাদের উদ্দেশ্য হলো বাংলাভাষী ট্রেডারদের এই এলিট ৫% এর মধ্যে রাখা।
চার্ট টাইপ-ক্যান্ডলস্টিক
অনেক প্রকারের চার্ট আছে তবে আমরা প্রধাণতঃ ক্যান্ডেলস্টিক (মোমবাতি) টাইপটি ব্যবহার করবো। জাপানী চাউল ব্যবসায়ী(রা) আঠারো শতকে এটি উদ্ভাবন ও ব্যবহার করেন চাউল ট্রেড করার জন্য। স্টিভ নেলসন এক জাপানী ব্রোকারের কাছ থেকে এই 'গোপন টেকনিক' শেখে। স্টিভ নেলসন এটি নিয়ে পড়াশোনা, রিসার্চ করেন ও এটি নিয়ে বিস্তর লেখালেখি করেন ফলশ্রুতিত
ে ৯০ এর দশকে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে ক্যান্ডেলস্টিক কি? ছবির সাহায্যে এটি বোঝা যাকঃ
চিত্রঃ ক্যান্ডেলস্টিক
ক্যান্ডেলস্টিকে চারটি পয়েণ্ট থাকে ওপেন (open), হাই (high), লো (low), ও ক্লোজ(close).
ক্লোজ যদি ওপেনের উপরে হয় তাহলে দাম বাড়ছে এবং খালি/সাদা/সবুজ বডি দ্বারা দেখানো হয়।
ক্লোজ যদি ওপেনের নীচে হয় তাহলে দাম কমছে এবং ভর্তি/কালো/লাল বডি দ্বারা দেখানো হয়।
বডির উপরের সুতার উপরের পয়েন্ট হলো মূল্যের সর্বোচ্চ পয়েন্ট
বডির নীচের সুতার নীচের পয়েন্ট হলো মূল্যের সর্বনিম্ন পয়েন্ট
ক্যান্ডেলস্টিক যেকোন টাইমফ্রেমে যেমনঃ দিন, চার-ঘন্টা, বা পনেরো মিনিট, ব্যবহার করা যায়। একটি নির্দিষ্ট টাইমফ্রেমে 'প্রাইজ একশন' ক্যান্ডেলস্টিক দেখে বোঝা যায়।
ক্যান্ডেলস্টিক প্যাটার্নস
যখন একটিমাত্র ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ করবো তখন এই প্যাটার্নগুলো চিনতে পারলে ট্রেড সিদ্ধান্ত নিতে সুবিধা হবেঃ
স্পিনিং টপসঃ ক্যান্ডেলস্টিক যার সুতাগুলি লম্বা কিন্তু বডি ছোট তাকে স্পিনিং টপ বলে। বডি খালি না ভর্তি বা বডির রঙ কেমন তা গুরুত্ত্বপূর্ণ নয়। এই প্যাটার্ন 'সিদ্ধান্তহীনতা' নির্দেশ করে। অর্থাৎ ক্রেতা (বুল) ও বিক্রেতা (বেয়ার) কেউই বেশ-কিছুটা প্রাইজ বাড়াতে বা কমাতে পারছেনা।
তাহলে আপট্রেন্ডের সময় যদি একটি স্পিনিং টপ দেখি তাহলে বুঝতে পারবো খুব সম্ভবত আর বেশী ক্রেতা নেই (বা ক্রেতা বিক্রেতা প্রায় সমান আছে)। ট্রেণ্ড তখন ঘুরে যেতে (রিভার্সাল) হতে পারে। বিশেষ করে স্পিনিং টপ যদি রেজিস্টেন্সের (ছাদের) কাছে বা অন্য কোন গুরুত্ত্বপূর্ণ ফিবোনাচ্চি লেবেলে (ফিবোনাচ্চি লেবেল কি তা আমরা পরে শিখবো) দেখি তাহলে বাই করা থাকলে সেখানে ট্রেড থেকে বের হয়ে যেতে হবে (বা/ও উল্টা দিকে সেল পজিশন নিতে হবে)। ডাউন্ট্রেন্ডের দিকে স্পিনিং টপ পেলে সেল পজিশন ক্লোজ করতে হবে বা/ও বায় (buy) করতে হবে।
মারুবজু
জাপানী শব্দ এই জন্য শুনতে এরকম। এর মানে শুধু বডি আছে সুতা নেই। স্পিনিং টপে সুতা বেশি ছিলো এই জন্য সেটি সিদ্ধান্ত হীনতা বোঝাচ্ছিল। এখানে কোন সুতা নেই অর্থাৎ সিদ্ধান্ত নিতে কোন সমস্যা নেই। সাদা মারুবজু মানে শুধু ক্রেতা আছে, বিক্রেতা নেই। তাহলে এওকম মারুবজু দেখলে বায় করতে হবে (এটা ধরে নিয়ে যে পরের টাইম পিরিয়ডেও ক্রেতারা রাজত্ত্ব করবে)। ব্লাক/রেড মারুবজু মানে সেল করতে হবে কারন কোন ক্রেতা নেই শুধু বিক্রেতা আছে।
আজ এ পর্যন্ত । পরবর্তীতে আর বিস্তিরিত ভাবে আলোচনা করা হবে ।
চলতে থাকবে ......
সাথেই থাকুন !!!
এখন দেখবো কিসের উপর ভিত্তি করে ট্রেডিং সিদ্ধান্ত নিতে হয়। সিধান্ত হয় মূলতঃ দু'টি জিনিসের উপর ভিত্তি করেঃ ১. ফান্ডামেন্টাল এনালিসিস, ২. টেকনিক্যাল এনালিসিস
কোনটা ভালোঃ
এই প্রশ্নটা অনেকটা ডিম আগে না মুরগী আগে?-এর মতন। অর্থাৎ এব্যাপারে নানা মুনির নানা মত। তবে একটি ব্যাপারে সবাই একমত যে কারেন্সি ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল এনালিসিস ও টেকনিক্যাল এনালিসিস দুটোই কিছু কিছু জানতে হবে।
ফান্ডামেন্টাল এনালিসিসঃ
এটি মূলতঃ কোন দেশের ইকোনমির (এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি) সাথে সম্পর্কযুক্ত। যদি কোন দেশের ইকনমির শনৈ শনৈ উন্নতি করে, রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয় তবে সেদেশের মূদ্রাও খুব সম্ভবতঃ বেশী আকর্ষণীয় হবে, সে দেশের উপর অন্য দেশের আস্থা বৃদ্ধি পাবে অর্থাৎ সেদেশের মূদ্রার দাম বৃদ্ধি পাবে।
উদাঃ সম্প্রতি অষ্ট্রেলিয়ান ডলারের দাম বেড়েছে কারণ অন্যান্য দেশের তূলনায় অষ্ট্রেলিয়ার ইকনমি ভালো করছে। ইকনমি ভালো হতে থাকলে, ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট ও বাড়ে (মূল্যস্ফিতি মোকাবেলা করার জন্য)। একচুয়ালি সম্প্রতি অষ্ট্রেলিয়া তাদের জমার উপর ব্যাঙ্ক ইন্টারেষ্ট রেট ও বাড়িয়েছে যার ফলে অষ্ট্রেলিয়ান ডলারের দাম আরো বৃদ্ধি পেয়েছে (কারণ অনেকেই ইউএস ডলার বেচে অষ্ট্রেলিয়ান ডলার কিনে ব্যাঙ্কে রাখতে চাইবে ৪.৫% লাভ পাওয়ার জন্য। ইউ এস ডলার ব্যাঙ্কে রাখলে এখন ০.২৫% লাভ পাওয়া যায়) । এথেকে ফাণ্ডামেণ্টাল এনালিসিস সম্পর্কে ধারণা পাওয়া গেল।
টেকনিক্যাল এনালিসিসঃ
টেকনিক্যাল এন্যালিসিস মানে হলো চার্ট. আপনি আগে প্রাইস কিভাবে মুভ করেছে সেটা দেখে ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করবেন। চার্টে কি কি দেখবেন?
সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ হলো ট্রেন্ড বের করা। এটি সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত। নতুন ট্রেডার রা লস করে কারণ তারা ট্রেণ্ডের বিপক্ষে খেলে (ট্রেড করে)। এটি কখনো করা যাবেনা। ফুলস্টপ। এটা নিয়ে আর কোনো কথা নয়, কোনো বিতর্ক নয়। পরিসংখ্যান বলে, ৯০% ট্রেডার লস করে, ৫% লাভ ও করেনা, লস ও করেনা, সমান সমান থাকে। আর ৫% লাভ করে। আমাদের উদ্দেশ্য হলো বাংলাভাষী ট্রেডারদের এই এলিট ৫% এর মধ্যে রাখা।
চার্ট টাইপ-ক্যান্ডলস্টিক
অনেক প্রকারের চার্ট আছে তবে আমরা প্রধাণতঃ ক্যান্ডেলস্টিক (মোমবাতি) টাইপটি ব্যবহার করবো। জাপানী চাউল ব্যবসায়ী(রা) আঠারো শতকে এটি উদ্ভাবন ও ব্যবহার করেন চাউল ট্রেড করার জন্য। স্টিভ নেলসন এক জাপানী ব্রোকারের কাছ থেকে এই 'গোপন টেকনিক' শেখে। স্টিভ নেলসন এটি নিয়ে পড়াশোনা, রিসার্চ করেন ও এটি নিয়ে বিস্তর লেখালেখি করেন ফলশ্রুতিত
ে ৯০ এর দশকে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে ক্যান্ডেলস্টিক কি? ছবির সাহায্যে এটি বোঝা যাকঃ
চিত্রঃ ক্যান্ডেলস্টিক
ক্যান্ডেলস্টিকে চারটি পয়েণ্ট থাকে ওপেন (open), হাই (high), লো (low), ও ক্লোজ(close).
ক্লোজ যদি ওপেনের উপরে হয় তাহলে দাম বাড়ছে এবং খালি/সাদা/সবুজ বডি দ্বারা দেখানো হয়।
ক্লোজ যদি ওপেনের নীচে হয় তাহলে দাম কমছে এবং ভর্তি/কালো/লাল বডি দ্বারা দেখানো হয়।
বডির উপরের সুতার উপরের পয়েন্ট হলো মূল্যের সর্বোচ্চ পয়েন্ট
বডির নীচের সুতার নীচের পয়েন্ট হলো মূল্যের সর্বনিম্ন পয়েন্ট
ক্যান্ডেলস্টিক যেকোন টাইমফ্রেমে যেমনঃ দিন, চার-ঘন্টা, বা পনেরো মিনিট, ব্যবহার করা যায়। একটি নির্দিষ্ট টাইমফ্রেমে 'প্রাইজ একশন' ক্যান্ডেলস্টিক দেখে বোঝা যায়।
ক্যান্ডেলস্টিক প্যাটার্নস
যখন একটিমাত্র ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ করবো তখন এই প্যাটার্নগুলো চিনতে পারলে ট্রেড সিদ্ধান্ত নিতে সুবিধা হবেঃ
স্পিনিং টপসঃ ক্যান্ডেলস্টিক যার সুতাগুলি লম্বা কিন্তু বডি ছোট তাকে স্পিনিং টপ বলে। বডি খালি না ভর্তি বা বডির রঙ কেমন তা গুরুত্ত্বপূর্ণ নয়। এই প্যাটার্ন 'সিদ্ধান্তহীনতা' নির্দেশ করে। অর্থাৎ ক্রেতা (বুল) ও বিক্রেতা (বেয়ার) কেউই বেশ-কিছুটা প্রাইজ বাড়াতে বা কমাতে পারছেনা।
তাহলে আপট্রেন্ডের সময় যদি একটি স্পিনিং টপ দেখি তাহলে বুঝতে পারবো খুব সম্ভবত আর বেশী ক্রেতা নেই (বা ক্রেতা বিক্রেতা প্রায় সমান আছে)। ট্রেণ্ড তখন ঘুরে যেতে (রিভার্সাল) হতে পারে। বিশেষ করে স্পিনিং টপ যদি রেজিস্টেন্সের (ছাদের) কাছে বা অন্য কোন গুরুত্ত্বপূর্ণ ফিবোনাচ্চি লেবেলে (ফিবোনাচ্চি লেবেল কি তা আমরা পরে শিখবো) দেখি তাহলে বাই করা থাকলে সেখানে ট্রেড থেকে বের হয়ে যেতে হবে (বা/ও উল্টা দিকে সেল পজিশন নিতে হবে)। ডাউন্ট্রেন্ডের দিকে স্পিনিং টপ পেলে সেল পজিশন ক্লোজ করতে হবে বা/ও বায় (buy) করতে হবে।
মারুবজু
জাপানী শব্দ এই জন্য শুনতে এরকম। এর মানে শুধু বডি আছে সুতা নেই। স্পিনিং টপে সুতা বেশি ছিলো এই জন্য সেটি সিদ্ধান্ত হীনতা বোঝাচ্ছিল। এখানে কোন সুতা নেই অর্থাৎ সিদ্ধান্ত নিতে কোন সমস্যা নেই। সাদা মারুবজু মানে শুধু ক্রেতা আছে, বিক্রেতা নেই। তাহলে এওকম মারুবজু দেখলে বায় করতে হবে (এটা ধরে নিয়ে যে পরের টাইম পিরিয়ডেও ক্রেতারা রাজত্ত্ব করবে)। ব্লাক/রেড মারুবজু মানে সেল করতে হবে কারন কোন ক্রেতা নেই শুধু বিক্রেতা আছে।
আজ এ পর্যন্ত । পরবর্তীতে আর বিস্তিরিত ভাবে আলোচনা করা হবে ।
চলতে থাকবে ......
সাথেই থাকুন !!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন