আমাদের সবারই মাঝে মাঝে নিজের Business Card প্রইজন হয় । কিন্তু সেটা বাইরে থেকে করাতে গেলে অনেক ব্যয় বহুল । তাই আজ এমন একটি সফটওয়্যার আপনাদের দিতে চলেছি যেটা দিয়ে খুব সহজে আপনি নিজেই নিজের Business Card Design করতে পারবেন । চলুন শুরু করা যাক ।
প্রক্রিয়াঃ
প্রথমে বিজনেস কার্ড তৈরি করতে আপনার লাগবে Business Card Designer সফটওয়্যারটি।
ডাউনলোড করার নিয়ম |
ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ইনস্টল করে রান করুন। তাহলে নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।
রান করার পর |
এবার আপনি যেই থিমের মত করে কার্ড বানাতে চান তাতে ক্লিক করে ওকে বাটনে
ক্লিক করুন। থিম সিলেক্ট করা হয়ে গেলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন।
কার্ডটিকে এডিট করুন |
থিম সিলেক্ট করার পর কার্ডটিকে এডিট করে আপনার মত করে নিন।
কার্ড তৈরি করা
হয়ে গেলে ফাইল মেনু থেকে Save As Image বাটনে ক্লিক করুন তাহলেই আপনার Business Card তৈরি হয়ে যাবে।
ধন্যবাদ !!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন